চুলার আগুনে ছাই হলো কৃষকের মাথা গোঁজার ঠাঁই

৩ সপ্তাহ আগে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ চুলার আগুনে ছাঁই হয়ে গেল কৃষকের মাথা গোঁজার ঠাঁই তিনটি ঘর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আজমিরীগঞ্জের পুকুরপাড় গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুর পাড় গ্রামে মনিলাল কুরির টিনের কাঁচা বেড়ার ঘরে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ পর্যায়ে আগুন ভয়াবহ আকার ধারণ করলে তিনটি ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে লক্ষাধিক টাকার মালামাল ছাই হয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। পাশের বাসার দেয়াল থাকায় আগুন সাড়া গ্রামে ছড়িয়ে পড়েনি।

আরও পড়ুন: বুধবার সিলেটের যেসব এলাকায় থাকছে না বিদ্যুৎ


এ ব্যাপারে আজমিরীগঞ্জ মনিলালা কুরির ছেলে মনিশংকর বলেন, ‘আমার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার মাথা গোঁজারই জায়গা নেই।’ 

আজমিরীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল বলেন, ‘আমি পরিদর্শন করে এসেছি। এখন শুকনো খাবার আর কম্বল দেয়া হবে। পরে জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিবেদন পাঠানো হবে।’

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার বলেন, ‘আমরা ফেসবুকে একটা পোস্ট দেখে অবগত হয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন