শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করে।
পুলিশ জানায়, কিছুদিন আগে ফরিদগঞ্জের বাসিন্দা টুটন ঘোষের একটি ১১০ সিসির টিভিএস মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় তিনি ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পাওয়ার পর চোর শনাক্তে মাঠে নামে পুলিশ।
তদন্তের একপর্যায়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টুটন ঘোষের চুরি যাওয়া মোটরসাইকেলটিসহ আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলালউদ্দিন জানান, গ্রেফতার সুমনের বাড়ি পাশের লক্ষ্মীপুর জেলার রায়পুরে হলেও তিনি বর্তমানে চাঁদপুর সদরের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। সেখানে থেকেই সে চাঁদপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন স্থানে সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করে আসছিল।
আরও পড়ুন: ফরিদপুর শহরে ২০ দিনে ৫ মোটরসাইকেল চুরি, গ্রেফতার চক্রের ৭ সদস্য
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) মো. লুৎফর রহমান জানান, মো. সুমন একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি বলেন, 'গ্রেফতার সুমনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যাতে পুরো চক্রটিকে আইনের আওতায় আনা যায়।'

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·