সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল জলিল গ্রেফতারের বিষয়টি জানান।
গ্রেফতার পল্লব কুমার রায় (১৯) জেলার মধুখালী উপজেলার ডুমাইন বটপাড়া গ্রামের পরিমল রায়ের ছেলে। উপজেলার ডুমাইন গ্রামে সাংবাদিক সৌগত বসুর বাড়িতে তার পিতা-মাতা ও গৃহপরিচারিকাকে কুপিয়ে জখম করেন।
নেশার টাকা জোগার করতে চুরির উদ্দেশ্যে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ওই বাড়িতে প্রবেশ করে পল্লব। এসময় গৃহকর্তা শ্যামলেন্দু বসু দেখে ফেললে পালানোর সময় তাকে ও তার স্ত্রীর মাথায় স্টিলের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান পল্লব কুমার।
আরও পড়ুন: টিকটক বানাতে ডেকে নিয়ে ধর্ষণ-অশ্লীল ভিডিও ধারণ, আটক ৬
এ ঘটনায় শ্যামলেন্দু বসুর ছেলে ঢাকায় কর্মরত আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে শনিবার (৪ জানুয়ারি) রাতে মধুখালী উপজেলার ডুমাইন খেয়াঘাট এলাকা থেকে পল্লবকে আটক করে। পরে তাকে আদালতে প্রেরণ করলে নিজের দোষ স্বীকার করে ১৪৪ ধারায় জবানবন্দি দেয় সে।’
]]>