বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে আখতারুজ্জামান (৪৯) ও আলম হোসেন (৩৯)।
দামুড়হুদা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিকেলে পুরাতন বাস্তবপুর গ্রামের আখতারুজ্জামান বৈদ্যুতিক সংযোগকৃত মেশিনে বিচালি কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তার আপন ভাই আলম হোসেন বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেল বিএসএফ
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।