মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সের সমর্থকদের সঙ্গে সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকরা হলেন: কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক আব্দুল মোতালেব (৫০), রবিউল ইসলাম (৪৮),বহিরাগত সালাউদ্দীন (৩৫), উজ্জল (৪০), সাইফুল ইসলাম মকুল (৫০), হিরোক (৪৮), রাসেল উদ্দীন টগরসহ (৫০) ১০ জন।
আরও পড়ুন: ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, হামলা-ভাঙচুর
দর্শনা কেরু এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘নির্বাচনের জন্য দুপক্ষকেই ডাকা হয়। একপক্ষ আসলে অপর পক্ষ অতর্কিতভাবে হামলা চালায়। এখনো চেষ্টা করা হচ্ছে দুপক্ষকে নিয়ে বসার জন্য।’
দর্শনা থানার পরিদর্শক তদন্ত সুলতান মাহমুদ জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও মাঠে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·