সোমবার (৫ মে) সকালে উপজেলার তিওরবিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা, একই উপজেলার গোবরা পাড়া গ্রামের কাশেম মণ্ডলের ছেলে আজিজুর রহমান, কাদিখালি রামচন্দ্রপুর গ্রামের কলম আলী শেখের ছেলে সবুজ আলী মিঠু, কুষ্টিয়া ইবি থানার মধুপুর গ্রামের উত্তরপাড়ার মহসিন শেখের ছেলে মারুফ শেখ, একই থানার বাবর আলীর ছেলে রুবেল রানা ও মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে মনিরুল ইসলাম।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা তিওরবিলা এলাকায় আন্তঃজেলা ডাকাতদলের ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদ পায়। এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে তিনটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, কুড়াল, পুলিশের পোশাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাজারে শেড নির্মাণ অসম্পূর্ণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
তিনি আরও জানান, এ ঘটনায় আলমডাঙ্গা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ থানায় একাধিক মামলা রয়েছে।