চুনারুঘাটে সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক

১ সপ্তাহে আগে
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বোরহান আহম্মেদ (২৭) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আটক বাংলাদেশি নাগরিক বোরহান আহম্মেদ বরিশাল জেলা উজিরপুর থানার ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তের ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাল্লা টেকেরঘাট এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বোরহান আহম্মেদকে আটক করেছে বিজিবি।


আরও পড়ুন: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ২ ভারতীয় নাগরিক আটক


হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন