চুক্তি নবায়নের পর ভক্তদের যে বার্তা দিলেন ভার্জিল ফন ডাইক

৩ সপ্তাহ আগে
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ডাচ তারকা ভার্জিল ফন ডাইক। চুক্তি নবায়নের পর ক্লাবের ভক্তদের উদ্দেশে আবেগঘণ বার্তা দিয়েছেন অলরেড ডিফেন্ডার।

ভক্তদের উদ্দেশে ফন ডাইক বলেন, 'লিভারপুল আমার জন্য এমন একটি জায়গা যেখানে আমি আমার সেরা বছরগুলো কাটিয়েছি। ক্লাবের সাথে সফল হতে চাই, যেমনটা আমরা বছরের পর বছর ধরে করে আসছি এবং আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।' 

 

লিভারপুলের প্রতি ভালোবাসা প্রকাশ করে ফন ডাইক বলেন, 'আমি এই শহর ভালোবাসি, এই ক্লাব ভালোবাসি, এখানকার ভক্ত এবং আমার সতীর্থদের ভালোবাসি। লিভারপুলের সঙ্গে যুক্ত এমন সবকিছু আমি ভালোবাসি। আরও অনেক কিছু হওয়ার বাকি আছে। এবার অনেক দারুণ কিছু হবে।'   

 

তিনি আরও বলেন, 'আমি সবাইকে উৎসাহ দেব যাতে মৌসুমের বাকি ম্যাচগুলো দেখতে লাল জার্সি পরে অ্যানফিল্ডে আসে। হয় লাল জার্সি পরে আসো অথবা পুরোপুরি লাল সেজে আসো। অ্যানফিল্ডকে লাল রঙে রাঙিয়ে দাও। একসঙ্গে ভবিষ্যৎ অনেক দারুণ হবে।'  

 

৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফন ডাইক ২০১৮ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ফন ডাইক। এটা ছিল ওই সময়ের রেকর্ড, এর আগে কোনো ক্লাব ডিফেন্ডারের পেছনে এত অর্থ খরচ করেনি।

 

আরও পড়ুন: চলতি মাসেই রিয়াল ছাড়ছেন আনচেলত্তি!

 

লিভারপুলের হয়ে এই সাত বছরে ৩৩ বছর বয়সি ডাইক ৩১৪ ম্যাচে ২৭ গোলের পাশাপাশি ১৩ অ্যাসিস্ট করেছেন। এই সময়ে তিনি ২টি ইএফএল কাপ, একটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি উয়েফা সুপার কাপ ও একটি কমিউনিটি শিল্ড জিতেছেন। ডাচ তারকা আরও একটি প্রিমিয়ার লিগ জয়ের দ্বারপ্রান্তে। তার দল ৩২ ম্যাচ শেষে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে। আর ৬ পয়েন্ট হলেই লিভারপুলের লিগ নিশ্চিত হবে।

 

লিভারপুলের গত এক দশকের সাফল্যে সালাহ ও ডাইকের মতো আলেক্সান্ডার আরনল্ডেরও গুরুত্বপূর্ণ অবদান। একাডেমি থেকে ২০১৬ সালে সিনিয়র দলে উঠে আসার পর থেকে তিনি এখন পর্যন্ত ৩৪৯ ম্যাচ খেলেছেন। তারও এই জুনেই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। গুঞ্জন আছে, লিভারপুল শিগগির ২৬ বছর বয়সি এই লেফটব্যাকের সঙ্গেও চুক্তি করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন