চীনে বন্যায় ৬ জনের প্রাণহানি, হাজার হাজার বাস্তুচ্যুত

২ সপ্তাহ আগে
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত এই দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (২৬ জুন) জানিয়েছে, মঙ্গলবার থেকে গুইঝোয়ের রংজিয়াং কাউন্টিতে টানা বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে।

 

গত সপ্তাহে চীন সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছয়টি প্রদেশে এই বছরের প্রথম 'রেড অ্যালার্ট' জারি করে। যা দেশটির চার-স্তরের সতর্কতা ব্যবস্থার সবচেয়ে উচ্চমাত্রার সতর্ক সংকেত।

 

মঙ্গলবার পর্যন্ত বন্যাকবলিত এলাকাগুলো থেকে প্রায় ৮০ হাজার ৯০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ সদর দফতরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত... দুর্ভাগ্যবশত ছয়জন প্রাণ হারিয়েছেন।

 

আরও পড়ুন: মাদক খাইয়ে ১০ নারীকে ধর্ষণ, পিএইচডি শিক্ষার্থীর ২৪ বছরের কারাদণ্ড

 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাউন্টির অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং কিছু শহরের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে  যান চলাচলে বিঘ্ন ঘটেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিছু লোক আটকা পড়েছে।

 

যদিও বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, তবুও অঞ্চলটির গুইঝৌ, গুয়াংশি, চংকিং, ইউনান ও সিচুয়ান প্রদেশ এখনও ভূমিধস এবং জলবিদ্যুৎ বাঁধ উপচে পড়ার মতো দুর্যোগের আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে। এরইমধ্যে অব্যাহত রয়েছে উদ্ধার কার্যক্রম। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘সম্পন্ন’: ট্রাম্প

 

আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন চীনা কর্তৃপক্ষের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হয়ে উঠছে। পুরানো ও দুর্বল বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা এসব পরিস্থিতি সামাল দিতে পারছে না, এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশটি

]]>
সম্পূর্ণ পড়ুন