চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

২ সপ্তাহ আগে
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে মঙ্গলবার (১১ নভেম্বর) তিব্বতের সাথে সংযোগকারী জাতীয় মহাসড়কের পাশে সম্প্রতি খোলা একটি সেতুর একাংশ ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

 

স্থানীয় সরকার জানিয়েছে, সোমবার বিকেলে মায়েরকাং শহরের পুলিশ ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটি সব ধরনের যানবাহনের জন্য বন্ধ করে দেয়, কারণ কাছাকাছি ঢাল এবং রাস্তায় ফাটল দেখা দিয়েছিল। 

 

Chinese Engineering Failure- The 758-metre-long Hongqi bridge collapsed in southwest China, months after opening. China isn’t as smart as everyone makes them out to be. They couldn’t copy this design. The ground shifted on one of the approaches. Luckily it was noticed the day… pic.twitter.com/ZJDDdwgCP9

— Peter Lemonjello (@KCtoFL) November 11, 2025

 

এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে পাহাড়ের ধারে পরিস্থিতির আরও অবনতি ঘটে, যার ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে অ্যাপ্রোচ ব্রিজ ধসে পড়ে। 

 

আরও পড়ুন: তৃতীয় বিমানবাহী রণতরী নামালো চীন

 

ঠিকাদার সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও অনুসারে, সেতুটির নির্মাণকাজ এই বছরের শুরুতে শেষ হয়েছে।

 

সূত্র: রয়টার্স
 

]]>
সম্পূর্ণ পড়ুন