চীনে কিম জং উনের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৩ সপ্তাহ আগে
চীনের তিয়ানানমেন স্কোয়ারে এক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, এই কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকাকালীন উত্তর কোরীয় নেতার সঙ্গে আকস্মিকভাবে তার সাক্ষাৎ হয়।

 

এই সুযোগে তিনি কিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সক্ষম হন বলেও উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 

 

আরও পড়ুন: পুতিনের সঙ্গে এবার একই গাড়িতে কিম, রাশিয়ায় আমন্ত্রণ (ভিডিও)

 

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি কাকতালীয়ভাবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেছি, যিনি তিয়ানানমেন স্কোয়ারের কুচকাওয়াজ দেখতে উপস্থিত ছিলেন। আমরা হাত মেলাই এবং কুশল বিনিময় করি।’

 

এবারের এসসিও সম্মেলনে যোগ দেয়াসহ চার দিনের সফরে চীনে আছেন আনোয়ার ইব্রাহিম। 

]]>
সম্পূর্ণ পড়ুন