রোববার (১৫ ডিসেম্বর) চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দেশের ভবিষৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবশ্যম্ভাবী ভূমিকা বিবেচনায় চীন-বাংলাদেশ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে।
স্বাধীন বাংলাদেশের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অতীত বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুদেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে আশা প্রকাশ করা হয়। এ ছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলের ভূরাজনৈতিক প্রেক্ষাপটেরও সম্ভাব্য পরিবর্তনের প্রশ্নটিও আলোচনায় উঠে আসে।
আরও পড়ুন: প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দিন: ড. মঈন
]]>