চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

২ সপ্তাহ আগে
চীনের পালটা শুল্ক আরোপের ঘোষণায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের (৮ এপ্রিল) মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর চীনের আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করা হলে চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চীন।

আরও একধাপ এগোলো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

চীনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তিনি জানান, মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা প্রতিশোধমূলক ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার করা না হলে চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।

 

আরও পড়ুন: চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে: ট্রাম্প

 

এই শুল্ক কার্যকর হলে বৈশ্বিক ১০ শতাংশ শুল্কসহ চীনের ওপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশে পৌঁছাবে। চীন প্রস্তাবে রাজি না হলে বুধবার (৯ এপ্রিল) থেকে অতিরিক্ত এ শুল্ক কার্যকর হবে বলেও জানান ট্রাম্প।

 

তিনি আরও জানান, যারা এখনও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেনি, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে। কিন্তু চীনের সঙ্গে সব আলোচনা 'তৎক্ষণাৎ' বাতিল করা হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে চীন ভুল করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে চীন। নতুন করে শুল্ক আরোপের হুমকির কাছে বেইজিং নতি স্বীকার করবেনা বলে স্পষ্ট জবাব দেশটির। চাপ সৃষ্টি করে বা হুমকি দিয়ে চীনের সঙ্গে আলোচনায় আসা যাবে না বলেও সতর্ক করেছে বেইজিং।

]]>
সম্পূর্ণ পড়ুন