রোববার (২২ জুন) চীন সফরে যাওয়ার সময় রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য।
এ সফরে দলের দায়িত্বশীল নেতারা রয়েছেন। চীনের ক্ষমতাশীন দল কমিউনিস্ট পার্টির অনুষ্ঠানেও যোগ দেবেন বিএনপি প্রতিনিধি দল।
আরও পড়ুন: চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
মির্জা ফখরুল জানান, সেখানে ক্ষমতাশীন দলের উচ্চপর্যায়ের নেতারা থাকবেন তাদের সাথে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক নানা বিষয়ে আলাপ হওয়ার সুযোগ তৈরি হবে।
এছাড়া কমিউনিস্ট পার্টির সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সফরে বিএনপি অন্যান্য সদস্যরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
]]>