চীন, জাপান কিংবা দ. কোরিয়ায় আফঈদাদের ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে

৪ সপ্তাহ আগে
প্রতিবেশি দেশ ভারতকে দেখে টনক নড়েছে বাফুফের। অক্টোবর উইন্ডোতে শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া বা জাপানের সঙ্গে নারী দলের দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচগুলো হবে অ্যাওয়েতে। সেখানে কয়েক সপ্তাহের ক্যাম্প করারও পরিকল্পনা আছে ফেডারেশনের।

দেশের নারী ফুটবলে সাফল্য আসলে শোনা যায় বড় বড় আশ্বাস, আর পরিকল্পনা। তবে, বাস্তবায়ন হয় না অর্ধেকও। এই তো কদিন আগে দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মধ্যরাতের সংবর্ধনায় শেষ নারী ফুটবলারদের প্রতি বাফুফের দায়িত্ব। অথচ বাতাসে কান পাতলেই শোনা যায় একই সাফল্যের পর প্রতিবেশি দেশ ভারত নারী ফুটবল দল নিয়ে সাজাচ্ছে একাধিক পরিকল্পনা।


আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ সামনে রেখে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত নারী দল। অন্যদিকে এখনও পরিকল্পনায় সীমাবদ্ধ বাংলাদেশ। তবে, দেরিতে হলেও নারী দল নিয়ে আশার কথা শুনিয়েছে বাফুফে।


নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘জাপান, দক্ষিণ কোরিয়া, চায়না; এই দলগুলোর সঙ্গে যদি খেলতে পারি এবং সেখানে (অ্যাওয়ে কন্ডিশন) রেখে ট্রেনিং করাতে পারি, (তাহলে) খুবই ফলপ্রসু হবে। প্রেসিডেন্টের সঙ্গে বসব, তারও হয়তো কোনো ভাবনা আছে, এরপর পিটার বাটলারের সঙ্গে বসব। তারপর সিদ্ধান্ত নেব পরিকল্পনার ব্যাপারে।’


আরও পড়ুন: বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিলেন মোরসালিন


কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ। এরপর নমনীয় হয়ে ফিরে এলেও সবশেষ এশিয়ান কাপ বাছাই বা দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়াদের। তাই বাধ্য হয়ে ভুটানের লিগে খেলছেন সাবিনারা। সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত। কিছুদিন আগে সাবিনা ও সমুাইয়া হ্যাটট্রিকও করেছেন। এমন পারফরম্যান্সে প্রশ্ন আসে আদৌ কি জাতীয় দলে আর ফেরার সুযোগ আছে তাদের? কি ভাবছে নারী উইং?


কিরণ বলেন, ‘এটা কোচের ব্যাপার। কোচ তো একটা কথা বলেছেই, কেউ তার কাছে শত্রু নয়। তিনি কয়েকটা জিনিস দেখবেন; ফিটনেস, পারফরম্যান্স ও ডিসিপ্লিন। এগুলো যাদের থাকবে, কোচ তাদের ডাকবেন। এটা বৈষম্যের কোনো সুযোগ নেই।’

]]>
সম্পূর্ণ পড়ুন