চিরিরবন্দরে গ্রেফতার ২ আওয়ামী লীগ নেতা

১ সপ্তাহে আগে
দিনাজপুরের চিরিরবন্দরে মোস্তাফিজুর রহমান ও এ্যাডভোকেট অনিমেষ রায় নামে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

রোববার (২৩ মার্চ) সকালে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে শনিবার (২২ মার্চ) রাতে তাদেরকে উপজেলার নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।

 

আরও পড়ুন: আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শের কোনো রাজনীতি আর চলবে না: আখতার


পুলিশ জানায়, মোস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনিমেষ রায় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। একটি মামলায় তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।


এ বিষয়ে চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব বলেন, ‘শনিবার রাতে রাজনৈতিক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন