রোববার (২৩ মার্চ) সকালে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২২ মার্চ) রাতে তাদেরকে উপজেলার নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শের কোনো রাজনীতি আর চলবে না: আখতার
পুলিশ জানায়, মোস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনিমেষ রায় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। একটি মামলায় তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব বলেন, ‘শনিবার রাতে রাজনৈতিক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’