চিকিৎসার জন্য প্রস্তুত রাশিয়ার নতুন ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’!

৩ সপ্তাহ আগে
নিজেদের তৈরি এমআরএনএ-ভিত্তিক ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ (EnteroMix)-এর প্রাক-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছে রাশিয়ার ফেডারেল মেডিকেল বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)।

রুশ বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য উইক জানিয়েছে, ইস্টার্ন ইকোনমিক ফোরামে (ইইএফ) এই ঘোষণা দেন এফএমবিএ’র প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা।

 

স্থানীয় একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 

গবেষণাটি বেশ কয়েক বছর ধরে চলেছিল। গত তিন বছর ধরে প্রি-ক্লিনিকাল স্টাডি হয়েছে। ভ্যাকসিনটি ব্যবহারের জন্য প্রস্তুত; আমরা অনুমতির অপেক্ষায় আছি।

 

ভেরোনিকা আরও বলেন, ‘গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বারবার প্রয়োগ এবং কার্যকারিতার সাথে এই টিকা ব্যবহারের জন্য নিরাপদ।’ 

 

তার মতে, গবেষকরা লক্ষ্য করেছেন যে, (এন্টারোমিক্স ব্যবহারে) টিউমারের আকার এবং বৃদ্ধি হ্রাস পেয়েছে। এটি প্রয়োগে রোগীদের বেঁচে থাকার হারও বৃদ্ধি পেয়েছে। 

 

আরও পড়ুন: মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি, বলছে গবেষণা

 

এই ভ্যাকসিনটি প্রথমে কোলোরেক্টাল ক্যানসারের ক্ষেত্রে (কোলন বা বৃহদন্ত্র এবং মলদ্বার বা রেক্টামের সাথে সম্পর্কিত) ব্যবহার করা হবে বলে জানা গেছে। 

 

প্রতিবেদন মতে, এফএমবিএ গ্লিওব্লাস্টোমা এবং মেলানোমার জন্য উন্নত পর্যায়ের টিকা তৈরি করছে, যার মধ্যে অকুলার মেলানোমাও রয়েছে।

 

সূত্র: দ্য উইক

]]>
সম্পূর্ণ পড়ুন