দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির নেতা মাহাথিরের হৃদ্রোগ রয়েছে এবং তিনি বাইপাস সার্জারি করিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়। সম্প্রতি অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ছিলেন এই নেতা।
আরও পড়ুন:শততম জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন মাহাথির
এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ক্লান্তিজনিত সমস্যার জন্য তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
বিকাল ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত মাহাথিরকে পর্যবেক্ষণে রাখা হয় এরপর বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ।
২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয় লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায়।
আরও পড়ুন:মাহাথিরকে শততম জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
]]>