চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে নিখোঁজ যুবক, দুদিন পর মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
চিকিৎসার জন্য খুলনায় গিয়ে নিখোঁজের দুদিন পর মেহরাব হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মহানগরীর মোস্তর মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহরাব হোসেন যশোরের মশিয়ার রহমানের ছেলে।


পুলিশ জানায়, যশোরের মশিয়ার রহমান তার ছেলে মেহরাবকে কয়েকদিন আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। গত ৭ সেপ্টেম্বর দুপুরে মশিয়ার নামাজ পড়তে গেলে হাসপাতালের পাশের মসজিদ থেকে বের হয়ে যায় মেহরাব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।


আরও পড়ুন: ছিনতাইয়ের পর চালককে হত্যা, নিখোঁজের ৯ দিন পর মিলল অর্ধগলিত মরদেহ


আড়ংঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মিত্র বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে অসুস্থ ছেলেটি দীর্ঘসময় অনাহারে থাকা বা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন