চালের মূল্যবৃদ্ধির কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা

২ সপ্তাহ আগে
রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে, এ অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (১৯ মার্চ) বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রফতানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরবরাহ ব্যবস্থা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী। এ বিষয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সাপ্লাই নিয়ে কথা হবে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে। 

 

তার দাবি, বাজারে কিছু কিছু পণ্যে স্বস্তি এসেছে, কিছু পণ্যে আসেনি। এসব নিয়ে সরকার কাজ করছে। 

 

আরও পড়ুন: ‘বশির সাহেব কথা রাখতেছেন’ বাণিজ্য উপদেষ্টার প্রশংসায় হাসনাত আব্দুল্লাহ

 

পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসার ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এজন্য আমাদের পণ্যের বৈচিত্র্য আনতে হবে। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে এক হয়ে কাজ করতে হবে।

 

এ সময় আমদানির চেয়ে রফতানির দিকে বেশি মনোযোগী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন