এবারের হজের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টাও। তবে ভিসা জটিলতার কারণে প্রায় ৫ হাজার যাত্রীর হজযাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা হাব সভাপতির।
মহান স্রষ্টার ঘরের অতিথি হতে উত্তরার আশকোনা হজক্যাম্প থেকে স্বজনদের বিদায় জানান হজযাত্রীরা। এরপর সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট।
এতে যাত্রী হন চার শতাধিক মুসল্লি। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি তারা। প্রত্যাশা করেন স্বস্তি নিয়ে ঘরে ফেরার। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।
আরও পড়ুন: হজ ফ্লাইটের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
সোমবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে হজযাত্রার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের নেতারা।
ভিসা জটিলতার কারণে এবার প্রায় ৪-৫ হাজার যাত্রীর হজযাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে জানান হাব সভাপতি৷
ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় থেকে অতিথি হিসেবে হজে যাওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে গতবারের তুলনায় প্রায় ১০০ জন কম লোকবল সৌদি যাচ্ছে৷
আরও পড়ুন: প্রিপেইড কার্ডে ১২০০ ডলার খরচ করতে পারবেন হাজিরা
]]>