চার লেনের সড়ক বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি লক্ষ্মীপুর জামায়াতের

১ সপ্তাহে আগে
লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক সড়ক দ্রুত ৪ লেনে উন্নীত করার কাজ শুরু না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর জামায়াতের কর্মপরিষদের সদস্য ড. রেজাউল করিম।

বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

ড. রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুরের ১৯ লাখ মানুষের চলাচলের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে এর অবস্থা নাজুক। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, গত তিন বছরে ৪০টি দুর্ঘটনায় ৫৯ জন নিহত হয়েছেন।

 

তিনি অভিযোগ করেন, প্রায় ৩৭৬ কোটি টাকা ব্যয়ে ৪ লেন প্রকল্প অনুমোদন হলেও অদৃশ্য কারণে কাজ শুরু হয়নি। টেন্ডারের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে অবিলম্বে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।

 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৫০ লাখ টাকার চেক পেল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার

 

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, প্রায় ২০ কিলোমিটার সড়কের ৪ লেন প্রকল্প বর্তমানে ইঞ্জিনিয়ারিং প্রসেসিংয়ে রয়েছে। দুই প্যাকেজে ১৩টি শিডিউল জমা পড়েছে, ফাইনান্সিয়াল প্রসেসিং শেষে কাজ শুরু হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন