চার বছর পর ইংল্যান্ডের একাদশে আর্চার

৪ সপ্তাহ আগে
এজবাস্টন টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে রাখা হয়নি জোফরা আর্চারকে। সিরিজে ভারত সমতা নিয়ে আসার পর এবার বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে মাঠে নামাতে যাচ্ছে ইংলিশরা।

আগামীকাল (বৃহস্পতিবার) ঐতিহ্যবাহী লর্ডসে গড়াচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের তৃতীয় টেস্ট। তার আগে বুধবার (৯ জুন) লর্ডস টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। এই টেস্টের একাদশে আছেন জোফরা আর্চার। দীর্ঘ ৪ বছর পর লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন  এই ৩০ বছর বয়সী।


এই টেস্টে আর্চারকে সুযোগ করে দিতে গিয়ে বাদ পড়েছেন জশ টাং। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে একটি ম্যাচে ১৮ ওভার বল করার পর গত টেস্টের আগে ইংল্যান্ডের স্কোয়াডে যুক্ত করা হয়েছিল আর্চারকে।


২০১৯-২১ পর্যন্ত ১৩ টেস্টে ৩১.০৪ গড়ে ৪২ উইকেট শিকার করেছেন আর্চার। এরপর ধারাবাহিকভাবে কনুই এবং পিঠের ইনজুরির কারণে ১৮ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল তাকে।


আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ


যে কারণে আর্চারের কাছে খুব বেশি কিছু আশা করতে নিষেধ করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে ভন বলেন, 'আমি বুঝতে পারি, আমার সত্যিই একটা বড় উদ্বেগ আছে জোফরা আগামী সপ্তাহে খেলবে কি না তা নিয়ে। আমি সত্যিই মনে করি না, একদিন মাঠে থাকার পর তার শরীর কীভাবে টানা পাঁচদিনের ম্যাচ সামাল দেবে। তবে আমি বুঝতে পারি কেন ইংল্যান্ড তাকে খুব সতর্কভাবে ব্যবহার করছে—কারণ সে হলো সেই ‘এক্স-ফ্যাক্টর’, যার মধ্যে বিশেষ কিছু করার ক্ষমতা আছে।'


 

Jofra Archer is back!

He will play his first Test match since 2021.

England have named their side for the third Test against India at Lord's. pic.twitter.com/trgh1GcTjq

— Test Match Special (@bbctms) July 9, 2025


কিন্তু এরপরেই আর্চারকে নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভন, 'আমরা সেই স্পেলটার কাছে ফিরে যাই যেটা সে লর্ডসে স্টিভ স্মিথকে করেছিল। ওটা ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা স্পেলগুলোর মধ্যে একটা, নিঃসন্দেহে। কিন্তু ওই স্পেলের পর টেস্ট ক্রিকেটে জোফরা আসলে কী করেছে? আমরা যেন তাকে সব সমস্যার ত্রাণকর্তা হিসেবে দেখছি—এমন একটা চিত্র তৈরি হয়ে গেছে। তাকে খেলোয়াড় ও মানুষ হিসেবে আমাদের খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে, আমরা এতো তাড়াতাড়ি তার কাছে থেকে খুব বেশি কিছু আশা করতে পারি না।'


আরও পড়ুন: রুটকে সরিয়ে শীর্ষে উঠলেন ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের


এজবাস্টন টেস্টে স্কোয়াডে যোগ হওয়া আরেক ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন একাদশে জায়গা করে নিতে পারেননি। এদিকে লর্ডস টেস্টের স্কোয়াডের সঙ্গে মার্ক উডও অনুশীলন করেছেন। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট্টি খেলতে পারেন এই ফাস্ট বোলার।


ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রেয়ডন কার্স, জোফরা আর্চার ও শোয়াইব বশির।

 

]]>
সম্পূর্ণ পড়ুন