চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন

২ দিন আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় চার ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে এই আগুনের সূত্রপাত হয়।

 

ঘটনার পরপরই বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ২টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাশের উপজেলা থেকেও একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

 

ঘটনাস্থলে আগুন নেভানোর দায়িত্বে থাকা মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সালাউদ্দিন কাদের বলেন, ‘আগুন লাগার খবর শুনে রাত ৯টা ৫০ মিনিটের দিকে মহেশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এছাড়া চকরিয়া থেকে ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।’

 

আরও পড়ুন: মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন

 

আগুন নিয়ন্ত্রনে না আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘স্ক্র্যাপ ইয়ার্ডেই আগুনের সূত্রপাত। এখানে তুলা থেকে শুরু করে শুকনো কাঠসহ প্লাস্টিকের বিশাল স্তূপ রয়েছে। তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তারপরও আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

আগুনের সূত্রপাতের বিষয়ে স্টেশন লিডার সালাউদ্দিন কাদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ক্র্যাপ ইয়ার্ডে পথশিশুদের দৌরাত্ম্য রয়েছে। তারাই মূলত আগুন লাগিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।’

 

এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন