চাপে থাকা রাজস্থান এক পেসারকে হারিয়ে আরও চাপে

৩ সপ্তাহ আগে
এই মৌসুমে রাজস্থান রয়্যালস সুবিধাজনক অবস্থানে নেই। প্রথম আসরের চ্যাম্পিয়নরা সেরা চারের মধ্যে থেকে নেই-ই, নেই প্রথম সাত দলের মধ্যেও। দলের যখন এই অবস্থা, তখন চাপ আরও বাড়লো সন্দীপ শর্মা ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়।

সন্দীপ রাজস্থানের অন্যতম সেরা ডেথ ওভার বোলার। যদিও এই আসরে ১০ ম্যাচে তার শিকার ৯ উইকেট। তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন। হাতে চোট নিয়েই পূরণ করেন নিজের বোলিং কোটা, এবার দুঃসংবাদ।


রাজস্থান রয়্যালস অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ‘আঙুলে ফ্র্যাকচারের কারণে সন্দীপ শর্মা ছিটকে গেছেন। গত ম্যাচে এই চোট নিয়েও বোলিং চালিয়ে যাওয়ার জন্য তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির সবাই তার পূর্ণ এবং দ্রুত আরোগ্য কামনা করছেন।’


টেবিলের ৮ সম্বরে থাকা রাজস্থান আজ নিজেদের ১১তম ম্যাচ খেলতে নেমেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে সন্দীপের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আকাশ মাধওয়াল।


আরও পড়ুন: নেট বোলারকে ৩০ লাখ রুপিতে দলে নিলো মুম্বাই


ইনজুরিতে পড়ার আগে সন্দীপ একটি লজ্জার রেকর্ডে নাম লেখান। আইপিএলে এক ওভারের জন্য যৌথভাবে সর্বোচ্চ বল করার ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। গত ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারের জন্য রাজস্থান রয়্যালস পেসারকে করতে হয় ১১ বল। এর মধ্যে ৪টি ওয়াইড, একটি নো। ১১ বলের ওভার করলেও ৪ ওভারে সন্দীপ খরচ করেন মোটে ৩৩ রান। যদিও কোনো উইকেট পাননি।


সন্দীপের মতো এই আসরে আরও একজন ১১ বলের ওভার করেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্ট অলরাউন্ডার শার্দুল ঠাকুর ১১ বল করেছিলেন। তার মধ্যে ৫টিই ছিল ওয়াইড। আইপিএলে ১১ বলের ওভার করার নজিরটি প্রথম দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার সময় মুম্বাইয়ের বিপক্ষে ১১ বল করতে হয়েছিল তাকে। পরদিন লখনৌর বিপক্ষে ম্যাচে চেন্নাই সুপার কিংসের তৎকালীন পেসার তুষার দেশপান্ডে সিরাজের পাশে বসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন