চানখারপুলে ৬ জনকে হত্যা: আজ সাক্ষ্য দেবেন ৪ জন

৩ সপ্তাহ আগে
জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জন হত্যা মামলায় আজ রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ সাক্ষ্য দেবেন ৪ জন।

সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৮ জন।

 

এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। তাদের পক্ষে নিয়োগ দেয়া হয়েছে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। 

 

আরও পড়ুন: রাজসাক্ষী মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত ট্রাইব্যুনালের: প্রসিকিউশন

 

এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মামলায়ও সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল ২- এ। আজ এনটিভির সিনিয়র করপসডেন্টকে জেরাসহ আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ হতে পারে।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন ২ উপদেষ্টা

 

এর আগে গত ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষ্য দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাঈদের মামলায় গ্রেফতার ৬ আসামিকেও ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন