চানখারপুলে ৬ ও আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে

১ সপ্তাহে আগে ১২
রাজধানীর চানখারপুলে ৬ জন ও আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিচ্ছেন চানখারপুলে হত্যা মামলায় সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা।

 

এ মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত, চিকিৎসক, একজন উপদেষ্টাসহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন।

 

তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর, রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

 

এ মামলায় আসামি ৮ জন হলেও, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। আর গ্রেফতার আছেন কনস্টেবল সুজনসহ ৪ জন।

 

অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলায় ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন