প্রকৃত বন্ধুর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তাই জীবনে বন্ধু নির্বাচনে সে বৈশিষ্ট্যগুলোতে গুরুত্ব দেয়া ভালো। মনোবিদরা বলছেন, অনেক সময়ই আমরা প্রকৃত বন্ধু চিনতে ভুল করি। আর এতে শুধু জীবনে নয়, আমাদের চরিত্র ও মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। জীবনে সফলতা ও ব্যর্থতার পেছনের কারণও হতে পারে প্রকৃত বন্ধু না চিনতে পারার অপারগতা।
চন্দ্রগুপ্ত মৌর্য্য রাজ পরিবারের উপদেষ্টা চাণক্য বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে গেছেন। সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে চাণক্য নীতিতে। চাণক্য নীতিতে বন্ধু ও বন্ধুত্ব নিয়েও বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তার মতে,
হাজারো মিথ্যা ও স্বার্থপর বন্ধুর তুলনায় জীবনে একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট।
বুদ্ধ ধর্মের গৌতম বুদ্ধও বন্ধু ও বন্ধুত্ব নিয়ে বিশদ আলোচনা করেছেন মিত্রা সূত্রতে। বুদ্ধ মনে করেন, সাতটি বিষয় বিবেচনা করেই বন্ধুত্ব তৈরি করা উচিত।
তাই চাণক্য ও বুদ্ধ নীতির বই অনুসারে আসুন এক নজরে জেনে নিই, প্রকৃত বন্ধু চেনার সে সাতটি উপায়-
১। চাণক্য নীতি বলা হয়েছে, প্রকৃত বন্ধু চিনতে হলে কঠিন পরিস্থিতির প্রয়োজন। জীবনে কঠিন পরিস্থিতি আর সমস্যা এলেই তা চোখে আঙুল দিয়ে চিনিয়ে দেবে কে প্রকৃত বন্ধু।
যদি এত দিন যাকে বন্ধু ভেবে এসেছেন তিনি বা তারা কঠিন সময় বা বিপদে পাশে না থাকে তবে তাদের থেকে দূরত্ব তৈরি করার পরামর্শ দিয়েছেন চাণক্য।
২। জীবনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আচরণ, চরিত্র এবং চিন্তাভাবনা ও দর্শনকে খুব দুরুত্ব দিয়েছেন চাণক্য। কারণ এসব বৈশিষ্ট্যই বলে দেবে বন্ধু হিসেবে সে তারা ভালো হবে না কি খারাপ।
৩। বুদ্ধ মনে করেন, প্রকৃত বন্ধু সেই, যে দেয়া কঠিন এমন জিনিস তোমাকে উপহার হিসেবে দেয়। এখানে উপহার হিসেবে দেয়া কঠিন বলতে বুদ্ধ বুঝিয়েছেন সময় ও ধৈর্য্যকে।
৪। বুদ্ধের মতে, প্রকৃত বন্ধু সেই যে তার কমফোর্ট জোনে না থেকেও তোমার জন্য কাজ করবে, তোমার পাশে থাকার সর্বোত্তম চেষ্টা করবে।
৫। চাণক্য ও বুদ্ধ দুজনেই প্রকৃত বন্ধুর এক বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন। আর সেটি হলো বিশ্বাস, সততা। তাদরে মতে, এ বিশ্বাস ও সততা দিয়েইেএকজন প্রকৃত বন্ধু তোমার ওপর বিশ্বাস স্থাপন করবে। তোমার সব গোপন তথ্য আড়ালের চাদরে ঢেকে রাখবে এবং অন্যের সব গোপন তথ্য ফাঁস করবে।
৬। একজন প্রকৃত বন্ধু আপনার কোন কথা না বলার আগেই অনুমান করতে সক্ষম হবে বলে মনে করেন বুদ্ধ ও চাণক্য। বন্ধুদের সঙ্গে মানসিক সংযোগ বেশি থাকলে এমনটা সম্ভব হয় বলে তাদের দর্শন।
৭। চাণক্য ও বুদ্ধ নীতি অনুসারে প্রকৃত বন্ধু চেনার সাত ও সর্বশেষ উপায় হলো একজন প্রকৃত বন্ধু কখনও তোমাকে নিচু করবে না বরং সবার কাছে তোমাকে প্রশংসনীয় করে তুলতে চাইবে। সবসময় সম্মান দেয়ার চেষ্টা করবে। কখনও অবহেলা করবে না।
আরও পড়ুন: আজ বন্ধুত্বের দিন
প্রকৃত বন্ধু না পেলে করণীয়
এ ৭ নীতি বা উপায় মেনে বর্তমান যুগে একজন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়াটা কঠিন। তাহলে করণীয় কী? সে বিষয়েও পরামর্শ দিয়েছেন বুদ্ধ ও চাণক্য। তাদের মতে, ৭ গুণ বৈশিষ্ট্যের একজন প্রকৃত বন্ধু পেতে হলে অবশ্যই নিজেকে আগে সেভাবে গড়ে তুলতে হবে। তাহলেই প্রকৃতিতে সে একই বৈশিষ্ট্যসম্পন্ন কারো দেখা পাওয়া সম্ভব হবে।
]]>