চাকসুতে ভিপি পদে দাঁড়াননি কোনো নারী শিক্ষার্থী

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমাদানকারী ৪২৯ জন প্রার্থীর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা ৪৮ জন। তবে ভিপি পদে নেই কোনো নারী শিক্ষার্থী।

কেন্দ্রীয়তে নারী শিক্ষার্থীদের মধ্যে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, নির্বাহী সদস্য পদে ৬ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৩ জন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ১ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ১ জন নারী শিক্ষার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান সম্পন্ন হয়েছে। সর্বমোট মনোনয়ন পত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে কেন্দ্রীয়তে জমা দিয়েছেন ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল সর্বমোট ১ হাজার ১৬৪টি।


আরও পড়ুন: চাকসু নির্বাচনে কোন পদে কত মনোয়নপত্র নেয়া হলো?


তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। এর আগে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

]]>
সম্পূর্ণ পড়ুন