চাকসু নির্বাচনে মনোয়নপত্র জমা ৯৩১, বিতরণ ১১৬৪

৩ সপ্তাহ আগে
চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা পড়েছে সর্বমোট ৯৩১ টি। বিতরণ হয়েছিলো ১১৬৪ টি ফর্ম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সর্বমোট মনোনয়ন পত্র জমা পড়েছে ৯৩১ টি। এর মধ্যে কেন্দ্রীয়তে জমা দিয়েছেন ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন।


এ এফ রহমান হলে ৩৮ টি, আলাওল হলে ৩৩ টি, আমানত হলে ৪৩ টি, অতীশ দীপঙ্কর হলে ৩৮ টি, ফরহাদ হোসেন হলে ৪৭ টি, সোহরাওয়ার্দী হলে ৫৩ টি, সূর্যসেন হলে ৩৭ টি, রব হলে ৩১ টি, শাহজালাল হলে ৩৬ টি, শিল্পী রশিদ হোস্টেলে ২১ টি, বিজয় ২৪ হলে ২৯ টি, খালেদা জিয়া হলে ৩১ টি, ফয়জুন্নেসা হলে ১৭ টি, প্রীতিলতা হলে ২৬ টি এবং শামসুন নাহার হলে ২২ টি মনোনয়ন পত্র জমা হয়।

আরও পড়ুন: চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

এদিকে, মনোনয়ন পত্র বিতরণ ও জমাদানের সময়সীমা একদিন বৃদ্ধি করায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার তারিখ ২১ সেপ্টেম্বর (রবিবার) থেকে পরিবর্তন করে ২২ সেপ্টেম্বর (সোমবার) করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন