ছাত্রদল অভিযোগ করে, ছাত্রশিবির প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী ইব্রাহিম রনি শহীদ তরুয়া ভবনের তৃতীয় তলায় একটি ক্লাসরুমে গিয়ে প্রায় ২০ মিনিট ধরে প্রচারণা চালিয়েছেন। এমনকি ক্লাসরুমের সাউন্ড সিস্টেমও ব্যবহার করেছেন তিনি, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে ছাত্রদল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, 'আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, কমিশন এটিকে ভিন্ন খাতে নেওয়ার কৌশল নিচ্ছে। আমরা দাবি জানাই, যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব।'
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম রনি বলেন, 'আমি আমার নিজ বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। কোনো লিফলেট বা প্রচার সামগ্রী বিতরণ করিনি। আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না। যদি কেউ অভিযোগ করে, আমরা নির্বাচন কমিশনের কাছে উপযুক্ত ব্যাখ্যা দেবো।'
আরও পড়ুন: চাকসু নির্বাচন: ৯ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির সমর্থিত জোটের
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, 'আমরা লিখিত অভিযোগ পেয়েছি। প্রক্রিয়া অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৯০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।