বুধবার (২৬ জুন) বিকেলে কেএমপি খুলনার খালিশপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: মোস্তাক আহমেদ সজীব ওরফে রাশেদ (৪০) ও মো. রাজু শেখ (৩২)। তারা দু’জনেই খুলনার খালিশপুরের বড় বয়রা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ভুক্তভোগী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সঙ্গে মোস্তাক আহমেদের পরিচয় হয়। চাকরি দেয়ার আশ্বাস দিয়ে গত ২৩ জুন দুপুরে খুলনা সদর থানাধীন তারের পুকুর মোস্তফা কামালের বাড়ির ছাদে থাকা একটি কক্ষে ভুক্তভোগীকে নিয়ে যান মোস্তাক। সেখানে তিনি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। ভুক্তভোগী রাজি না হলে ভয়ভীতি দেখানো হয়। এ সময় রাজু শেখ ওই কক্ষে প্রবেশ করে এবং পরে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়।
আরও পড়ুন: সিলেটে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ঘটনার পর ভুক্তভোগী খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-৬। ছায়া তদন্তের ভিত্তিতে অভিযানে নামে সিপিএসপি-এর একটি আভিযানিক দল। পরবর্তীতে গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।