চাকরি হারানোর শঙ্কায় চেলসির কোচ

২ সপ্তাহ আগে
গত মৌসুমে এনজো মারেস্কার তত্ত্বাবধানে চেলসি উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল। কিন্তু এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ব্লুরা। এমন হতাশাজনক পারফরম্যান্সে চেলসির কোচ মারেস্কা চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। দলের পারফরম্যান্সে দ্রুত উন্নতি আনতে না পারলে পরিস্থিতি তার জন্য আরও জটিল হতে পারে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্ট্যামফোর্ড ব্রিজে ক্লাবের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে চেলসি বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করে। ম্যাচের ৬৩ মিনিটে কোল পালমারকে তুলে নেওয়ায় দর্শকদের দুয়ো শুনতে হয় মারেস্কাকে। কিছু সমর্থক আবার গান ধরেন, ‘তুমি জানো না তুমি কী করছ।’


ম্যাচ শেষ হলে রীতি অনুযায়ী মারেস্কা ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহ-মালিক বেহদাদ এগবালিসহ টানেল দিয়ে বেরিয়ে যান। এরপর মারেস্কা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে সরে দাঁড়ান এবং সহকারীদের জানান, তিনি শারীরিকভাবে কথা বলার মতো সুস্থ বোধ করছেন না।


নিউ ইয়ার্স ইভের রাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মারেস্কা এমনকি পদত্যাগও করতে পারেন। তবে তার প্রতিনিধিদের এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলে তারা সাড়া দেননি।


আরও পড়ুন: সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার!


চেলসি আশা করছে, তারা আগামী গ্রীষ্মে নির্ধারিত পর্যালোচনা পর্যন্ত অপেক্ষা করতে পারবে—যা ইতালিয়ান কোচের অধীনে দুই বছর পূর্ণ হওয়ার পর অগ্রগতি মূল্যায়নের জন্য আগেই ঠিক করা ছিল। তবে প্রয়োজনে তারা আগেই পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানা গেছে। একই সঙ্গে এই সম্ভাবনাও আছে, মারেস্কা যদি মনে করেন তিনি আর চেলসিতে কাজ চালিয়ে যেতে পারছেন না, তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি নিজেই সরে দাঁড়াতে পারেন।


ক্লাবের ভেতরে ধারণা রয়েছে, দলটির পারফরম্যান্স বর্তমান অবস্থার চেয়ে ভালো হওয়া উচিত ছিল। স্কোয়াডে যথেষ্ট প্রতিভা রয়েছে বলে বিশ্বাস করা হয়, যার মাধ্যমে শীর্ষ চার নিশ্চিত করার লক্ষ্য অর্জন করা সম্ভব। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ড্র ছিল আরেকটি হতাশাজনক ফল।


ওই ম্যাচে চেলসি এগিয়েও ছিল, কিন্তু চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে জয়ী অবস্থান থেকে তারা ইতোমধ্যে ১৫ পয়েন্ট হারিয়েছে—যা লিগের যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ।


এই দুর্বল ধারায় চেলসি শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়ে এখন পঞ্চম স্থানে নেমে গেছে এবং শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধানের তুলনায় ১৭তম স্থানে থাকা নটিংহাম ফরেস্টের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কম এখন।


আরও পড়ুন: অবসরের ঘোষণা দিলেন জুভেন্টাস ও বার্সায় খেলা পিয়ানিচ


জানুয়ারি মাসে চেলসি ভীষণ ব্যস্ত সময় কাটাবে, যেখানে নয়টি ম্যাচ নির্ধারিত রয়েছে। যার শুরুটা হবে এই রোববার (৪ জানুয়ারি) ম্যানচেস্টার সিটির মাঠে সফরের মাধ্যমে।


গ্রীষ্মে পেপ গার্দিওলা যদি ম্যানচেস্টার সিটি ছাড়েন, তাহলে মারেস্কার সেখানে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এই খবর আসে তার আগের ‘সবচেয়ে খারাপ ৪৮ ঘণ্টা’ মন্তব্যের পর, যা তিনি ব্যাখ্যা করতেও অস্বীকৃতি জানান—এতে ক্লাব কর্তাদের তিনি কিছুটা অপ্রস্তুত করে ফেলেছিলেন।


গত শীতে, যখন চেলসি একই ধরনের হতাশাজনক ফর্মে পড়েছিল, তখনও মারেস্কার পাশে দাঁড়িয়েছিল ক্লাব। তবে এবার তার প্রেস কনফারেন্সে দেওয়া রহস্যময় মন্তব্যগুলো পর্দার আড়ালে বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন