চাকরি বহালের দাবিতে ইআরপিপি কর্মীদের পদযাত্রা

৩ সপ্তাহ আগে
চাকরি বহাল ও রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস- ইআরপিপি প্রকল্পে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করেন তারা। পরে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেন।

 

পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন ইআরপিপির কর্মীরা। মানববন্ধন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

এ সময় আন্দোলকারীরা বলেন, করোনাভাইরাস ফের মাথাচাড়া দিচ্ছে। এ অবস্থায় অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে নতুন নিয়োগ দেয়ার চেষ্টা রাষ্ট্রীয় সম্পদের অপচয় ছাড়া কিছু নয়। করোনাকালের দক্ষতা বিবেচনায় নিয়ে চাকরি বহালের পাশাপাশি রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিও জানান তারা। 

 

আরও পড়ুন: বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

]]>
সম্পূর্ণ পড়ুন