চাকরি ছেড়ে যেভাবে কোটিপতি অপূর্বা মুখিজা!

৫ দিন আগে
ভারতের দিল্লির মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপূর্বা মুখিজা। কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করে সুপ্রতিষ্ঠিত কোম্পানি ‘ডেল’-এ শুরু করেন চাকরিজীবন। কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পারেন চাকরি তার জন্য নয়।

আট ঘণ্টার বেঁধে দেয়া চাকরি দুই মাস করেই হাঁপিয়ে ওঠেন। এরপর জীবনের লক্ষ্য পরিবর্তনে মন দেন। একটি ইনস্টাগ্রাম আইডি খোলেন। বানাতে শুরু করেন ছোট ছোট কমেডি ভিডিও।

 

প্রতিদিনের ব্যস্ত সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে ভিডিওতে দেখাতে শুরু করেন। যা দ্রুতই দর্শকপ্রিয়তা পেতে শুরু করে। বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্রমেই তার ভিডিও ভাইরাল হতে শুরু করে।

 

এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন একজন দক্ষ কনটেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়ার সফল ইনফ্লুয়েনসারের তালিকায় নাম ওঠে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শোগুলোতে অংশ নিতে শুরু করেন। ব্যাস, পেয়ে যান রাতারাতি পরিচিতি।

 

সোশ্যাল মিডিয়ায় ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত হলেও ইনস্টাগ্রামে ‘কলেশি অরাত’ নামে জনপ্রিয়তা পান অপূর্বা মুখিজা। সোশ্যাল মিডিয়ায় বাড়তে শুরু করে অনুরাগীর সংখ্যা।

 

আরও পড়ুন: কনা-ন্যান্সির পর এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট সালমার

 

বর্তমানে নেটফ্লিক্স, অ্যামাজন, মেটা, নাইকি, গুগল, ওয়ানপ্লাসের মতো হেভিওয়েটসহ আরও ১৫০টি ব্র্যান্ড পার্টনারশিপের মাধ্যমে অপূর্বার রেট কার্ড অনেক প্রভাবশালী ক্রিয়েটরদের কাছে ঈর্ষার কারণ। কেননা ইনস্টাগ্রামে একটি স্টোরি থেকে ২ লাখ আর একটি রিল থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন জনপ্রিয় এ ইনফ্লুয়েনসার।

 

আরও পড়ুন: শতাব্দীর ব্যয়বহুল বিয়ে সারলেন বেজোস-লরেন

 

মোট সম্পত্তির পরিমাণ জানা না গেলেও প্রায়ই মাসে এক কোটি টাকা ঘরে তোলেন অপূর্বা। দর্শক মহলে জনপ্রিয়তার কারণে অভিনয় জীবনেও নাম লেখান। তার অভিনীত সিরিজের মধ্যে অন্যতম  'হু ইজ ইয়োর গাইন্যাক',  'পক্কি বাত' ইত্যাদি।

]]>
সম্পূর্ণ পড়ুন