চাঁপাইনবাবগঞ্জের সাবেক পৌর মেয়র ৭ দিনের রিমান্ডে

৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (৭ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. জহির জামান জনি।

 

তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতনের দাবিতে গণঅভ্যুত্থানের সময় সরকারি মালাখানা লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪৪ জেলার ৩৫০ চাষি-ব্যবসায়ীর আম সম্মেলন

 

পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মোখলেসুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

 

তিনি আরও জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক) ধারায় মোখলেসুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন