মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ ইদগাদ মাঠে এসব শীতবস্ত্র বিরতণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতবছরের জানুয়ারিতে কিরনগঞ্জ সীমান্তে বিএসএফের জোরপূর্বক তাঁড়বেড়া নির্মাণের বিরুদ্ধে বিজিবির প্রতিরোধের সময় স্থানীয়দের সহযোগিতার প্রশংসা করেন বিজিবি অধিনায়ক ৷
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এই সীমান্তে হওয়া ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিজিবিকে সহযোগিতা করেছিল, পাশে ছিল। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা হিসেবে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতেই কম্বল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
তিনি আরও বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত ও অসহায় মানষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করে সহায়ক ভূমিকা রাখবে বলে বিজিবি কর্তৃপক্ষের বিশ্বাস।
বিজিবি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অনুপ্রবেশের অভিযোগে আটক ২ ভারতীয় নাগরিককে ফেরত দিলো বিজিবি
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপঅধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আসিফ, সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
]]>
৪ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·