ছাত্র-জনতার মঞ্চের আয়োজনে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ পড়ান, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী। গায়েবানা জানাযায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক উজ্জল নক্ষত্র শরীফ ওসমান হাদী। তাই আগামীর স্বপ্নের বাংলাদেশ বির্নিমানকে বাধাগ্রস্ত করতেই পতিত স্বৈরাচার সরকার ও ভারত তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে ওসমান হাদীর এই শূন্যতা পূরনে তরুণ প্রজন্মের লাখ লাখ দেশপ্রেমিক প্রস্তুত রয়েছে। হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন ও সরকারের প্রতি হাদীর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন: এমপি নির্বাচিত হলে যে কাজ করতে চেয়েছিলেন হাদি
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় জামায়াতের সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সাবেক মেয়র আব্দুল মতিনসহ অন্যান্যরা।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·