চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরল বাবা-ছেলেসহ ৩ জনের প্রাণ

৩ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে এবং গোমস্তাপুর উপজেলার রংপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন।


জানা যায়, মোটরসাইকেলে বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে শিবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ফুলতলা মোড়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরোহীর মৃত্যু হয়৷


নিহতরা হলেন: শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মিজানুর রহমান (৫০) ও তার ছেলে সাগর আলী (২১)।


আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে ঝরল ২ প্রাণ


২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসারুল ইসলাম তুষার জানান, হাসপাতালে নেয়ার আগে পথেই বাসারের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ব্যাপক জখম ও রক্তপাত ঘটেছে।


অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার রংপুর এলাকায় ভ্যান গাড়ি নিয়ে যাওয়ার পথে একই দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক। 


নিহত ব্যক্তি বাবর আলী (২২) গোমস্তাপুর উপজেলার নজিরপুর পাথরপুজা গ্রামের মৃত খোদা বখসের ছেলে।


দুটি ঘটনায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার।

]]>
সম্পূর্ণ পড়ুন