রোববার (২২ জুন) দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে অভিযান পরিচালনা করে আটক করে নাচোল থানা পুলিশ।
আটক আওয়ামী লীগ নেতা আফসার আলী পটু নাচোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগের নেত্রী আয়েশা গ্রেফতার
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাতে অভিযান পরিচালনা করে আফসার আলী পটুকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। আটকের পর সোমবার (২৩ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।