চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন করা ৬ ভারতীয় নাগরিক আটক

১ সপ্তাহে আগে
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়।

গত ২৪ জুন ওই ছয় ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ।
 

পুলিশ সুপার রেজাউল করিম জানান, কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে তাদেরকে পুশ-ইন করে বিএসএফ। পরে চাঁপাইনবাবগঞ্জে গোপনে আশ্রয় নেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হয়েছে ও ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের চেষ্টা করা হবে। তবে তা না হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

পুলিশ সুপার আরও জানান, আটককৃত ভারতীয় নাগরিকদের আত্বীয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার আইনাল হকের ছেলে হাফু মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বাড়িতেই আটককৃত ভারতীয় নাগরিকরা অবস্থান করছিলেন।
 

আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলেন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ (২৮), তার স্ত্রী সোনালী বেগম (২৬) ও তাদের সন্তান মো. সাব্বির (০৮) এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম (৩৩) ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (০৬)।

]]>
সম্পূর্ণ পড়ুন