শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ তরুণ নিহত: ২ পুলিশ সদস্য প্রত্যাহার
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে; যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে পুলিশ।’
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশ দেখে পালাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী
চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া দিলে বা বাধার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়েন এবং মারা যান এমন অভিযোগ তুলে সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
]]>

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·