চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দিদের খাদ্য সহায়তা দিলেন ঢাকা দক্ষিণ জামায়াত আমির

৪ সপ্তাহ আগে
ভারত থেকে আসা উজানের ঢলে পানিবন্দি চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরবর্তী সাড়ে তিনশ পরিবারর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

 শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার নারায়নপুরের বিভিন্ন গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে ও জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে এসব খাদ্য বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের মাঝে মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, ডাল, আলু ও স্যালাইন বিতরণ করা হয়।


পানিবন্দি মানুষদের উদ্দেশ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে জামায়াত নেতারা বলেন, ‘ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসেনি বরং আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এসেছি। ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি।’

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, স্বস্তি ফিরছে তীরবর্তী এলাকায়

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন