চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ পরীক্ষায় নকল করায় পরীক্ষার্থী আটক

৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

 শুক্রবার (০৯ জানুয়ারি) পরীক্ষা চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষ (নং-২০৫) থেকে তাকে আটক করে পুলিশের দেন দায়িত্বরত শিক্ষকরা।


সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই পরীক্ষার্থীর নাম রোকসানা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগরের আব্দুর রাজ্জাকের মেয়ে।

আরও পড়ুন: গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থী আটক

এবিষয়ে ওসি জানান, সন্ধ্যায় দিকে পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রকসহ অন্যদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রোকসানাকে কেন্দ্র থেকে আটক করে নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করছিলেন। ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন