বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাস বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়াও এ সংক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় ২০২৪ সালের ২৬ এপ্রিল তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। বাবর আলী বিশ্বাস জেলা বিএনপির সাবেক সদস্য ও আনোয়ারুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে তারা দুজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। আনোয়ারুল ইসলাম নিজ দলের একাধিক ও তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন: স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বাবর আলী বিশ্বাস ও আনোয়ারুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·