চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চুরির ঘটনায় গ্রেফতার ৯

২ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া দুটি অটোরিকশাসহ ৪টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।


গ্রেফতাররা হলেন: সদর উপজেলার হাকিমপুর গ্রামেড শহিদুল ইসলামের ছেলে মো. আজাদ (২৬), নতুন হুজরাপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. আবু বক্কর সিদ্দীক ওরফে বাবু (৩২), আরামবাগ গোরস্থানের আক্তার আলীর ছেলে মো. আনারুল ইসলাম আনার (৪০), আজাইপুর মাঝপাড়া মহল্লার মৃত তরিকুল ইসলামের ছেলে মো. সবুর আলী ওরফে পচু (৩৫), ফকিরপাড়া এলাকার মৃত মন্টু আলীর ছেলে হাসান আলী (৪০), রেলবাগান এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪০), আজাইপুর বাগানপাড়া এলাকার মৃত আব্দুল জাব্বারের ছেলে মো. মোফুল ইসলাম (৩৮), কল্যাণপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. মিলন (৩২) ও শান্তিমোড় এলাকার মিজানুর রহমানের ছেলে মো. আউয়াল (৪০)।


আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরি


পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলকী বাগানপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৪০) তার ভাড়ায় চালানো ব্যাটারিচালিত অটোরিকশাটি চাঁপাইনবাবগঞ্জ কোর্ট মসজিদসংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে মাসজিদ হতে বের হয়ে দেখেন তার অটোরিকশাটি নেই।


সোহেল রানার ধারণা, অটোরিকশাটি অজ্ঞাত চোর চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে তিনি একটি চুরি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর আসামিদের ধরতে সদর মডেল থানার একটি চৌকশ টিম তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে ৯ জনকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: অটোরিকশা চুরির ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা আটোরিকশা চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া দুটি অটোরিকশাসহ (একটির যন্ত্রাংশ খোলা অবস্থায়) ৪টি অটোরিকশার ব্যাটারি জব্দ করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন