বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে তিনি মনোনয়ন সংগ্রহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
নূরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
মনোনয়ন তোলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের এই নেতা। এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।’ একইসঙ্গে তিনি প্রার্থীসহ কর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী ও সেক্রেটারি আবু বকরসহ স্থানীয় জামায়াত নেতারা।
]]>
৪ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·