বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন না। এছাড়া হত্যা মামলা-হামলায় জড়িয়েছেন।
দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিমুল ইসলাম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ অন্যরা।
আরও পড়ুন: মাদারীপুরে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপির দুই নেত্রী
মশাল মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে একই দাবিতে গত রোববার (১৬ নভেম্বর) নাচোল রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও গত ১৫ নভেম্বর জেলার ভোলাহাটে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেন নেতাকর্মীরা। তার আগে ১৪ নভেম্বর রাতে গোমস্তাপুরে মশাল মিছিল ও সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও ১১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সমাবেশ করে নাচোল উপজেলা ও পৌর বিএনপি। গত ০৬ নভেম্বর সমাবেশ করে দলীয় মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামকে বয়কটের ঘোষণা দেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ।

২ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·