মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০ টার দিকে এই গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযানে চালায় বিজিবি সদস্যরা। এসময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পেয়ে তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০ টি মহিষ জব্দ করা হয়।
আরও পড়ুন: টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ
জব্দকৃত মহিষগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল জানিয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আরও বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরাকারবারিদের বেশি দূর ধাওয়া করতে পারেনি টহলরত বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। এই ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।