‘চাঁদাবাজদের’ বিরুদ্ধে মামলা করায় ডায়াগনস্টিক মালিককে পিটিয়ে আহত

২ সপ্তাহ আগে
রাজবাড়ীতে চাঁদা না দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করায় সিদ্দিক শেখ (৪৫) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা সদর হাসপাতালের সামনে আল-রাজি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

 

সিদ্দিক শেখ ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহমেদ আলী শেখের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিক বলেন, রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার ডাবলু বিশ্বাসের ছেলে পোড়া পলাশ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। কয়েকমাস আগে পলাশ আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে গত ৩০ মার্চ সন্ধ্যায় তার সহযোগীদের সঙ্গে নিয়ে আমাকে পাবলিক হেলথ ফায়ার সার্ভিসের সামনে থেকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলযোগে সজ্জনকান্দা এলাকার লোকবাবুর পুকুর চালায় নিয়ে যায়। সেখানে পলাশ ও তার সহযোগীরা আমাকে বেধরক মারধর করে ৪০ হাজার টাকা চাঁদা নেয় এবং বাকি এক লাখ ৬০ হাজার টাকা তাকে চাঁদা দিতে হবে বলে হুমকি দিয়ে ছেড়ে দেয়।

 

আরও পড়ুন: রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

 

এরপর ৩ এপ্রিল বিকেল ৫ টার দিকে পোড়া পলাশ তার সহযোগীদের সঙ্গে নিয়ে আমার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমাকে না পেয়ে কর্মচারীদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে ক্যাশ বাক্সে থাকা এক লাখ ২০ হাজার টাকা চাঁদা বাবদ নিয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় পলাশ আমার কাছে আরো চাঁদা দাবি করে আসছিল।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় আমার স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে পলাশের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে গত ৭ এপ্রিল রাজবাড়ী সদর আমলি আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

ডিবির ওসি মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং গত ৬ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। পলাশ আমাদের মামলা তুলে নেয়ার জন্য বারবার হুমকি-ধামকি দিয়ে আসছিল। আমরা মামলা তুলে না নেয়ায় সে ক্ষিপ্ত হয়ে মানিক ও জিয়াসহ অন্যদের সঙ্গে নিয়ে আমার ডায়াগনস্টিক সেন্টারে এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। তারা লোহার রোড দিয়ে আমাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এতে মাথায় কেটে জখম হয়েছে এবং বাম হাত ও ডান পা ভেঙে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

 

আরও পড়ুন: শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

 

সিদ্দিক শেখের স্ত্রী শিরিন আক্তার বলেন, মামলা তুলে না নেয়ায় এবং দাবিকৃত বাকি চাঁদা না দেয়ায় পলাশ আমার স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।

 

রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্লা বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন